করোনা অতিমারী পরিস্থিতিতে বন্ধ ছিলো দেশের সমস্ত স্কুল কলেজগুলি।পরিস্থিতি স্বাভাবিক না হলেও ২০২১ সালের পয়লা জানুয়ারী থেকে অসমে খুলতে চলেছে সমস্ত স্কুল।এর পাশাপাশি ১৫ ডিসেম্বর থেকে আংশিক ভাবে খুলবে ছাত্রাবাসগুলি। অসমের শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এদিন একথা ঘোষণা করেন।প্রসঙ্গত, ছাত্রাবাসগুলিতে কলেজ, বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত বর্ষের পড়ুয়ারাই শুধুমাত্র ফিরে আসতে পারবে।