পৌরাঞ্চলের ১৫ নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমশ, কিন্তু পৌরসভার বিরুদ্ধে তার প্রতিরোধে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এই অভিযোগে এবার ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে করার কাজে হাত লাগালো সিপিআইএম হাবড়া শহর এরিয়া কমিটির ১৫ নম্বর ওয়ার্ডের বাম কর্মী সমর্থকেরা।
এদিন ছিল স্বাভাবিকের থেকে অনেক বেশি তাপমাত্রা, কিন্তু সেই প্রতিকুলতাকে উপেক্ষা করেই করোনায় আক্রান্তদের বাড়িতে জীবাণুনাশক স্প্রে করতে বাম কর্মীদের পড়তেই হয়েছিল পিপিই কিট্। সমস্ত সাবধানতা অবলম্বন করে বামেদের এই উদ্যোগকে সাধুবাদ জানালো এলাকার বাসিন্দারাও।