পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট হওয়ার কথা। কিন্তু ইতিমধ্যেই থাবা বসিয়েছে করোনা।এখনো পর্যন্ত ঠিক হয়নি পূর্বপরিকল্পনা অনুযায়ী ভোট হবে একই করোনার কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হবে আসন্ন ভোট। কিন্তু ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি।
আর এবার ভোটের প্রস্তুতি নিতে শুরু করলো নির্বাচন কমিশন।অন্যান্য বছরের মতো চলতি বছরেও আইনশৃঙ্খলা সংক্রান্ত তথ্য রাজ্যের বিভিন্ন থানার কাছে জানতে চাইলো নির্বাচন কমিশন। কিন্তু শুধুমাত্র অপরাধের তথ্যই নয়, তার পাশাপাশি চাওয়া হয়েছে মানব পাচার সহ বাল্যবিবাহ সংক্রান্ত তথ্য। থানা গুলিকে প্রতি সপ্তাহে সপ্তাহে এই তথ্য তুলে দিতে হবে নির্বাচন কমিশনের হাতে।