প্রচন্ড গরম, তার সাথে যুক্ত হয়েছে অবিরাম বর্ষা। এই সময়কালে প্রতিবছরই রাজ্যের ব্লাড ব্যাংকগুলি ভোগে রক্ত সংকটে। এবার তার সাথে যুক্ত হয়েছে করোনা সংক্রমনের ভীতি, ফলে সেই রক্ত সংকট এখন আরো বেশি। এই পরিস্থিতি সামাল দিতে এবার এগিয়ে এলো পানিহাটি পৌরসভা

। অসুস্থ পৌর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন স্বপন ঘোষের উদ্যোগেই এদিন পৌর ভবনেই অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত বাসে অনুষ্ঠিত হয়ে গেলো একটি রক্তদান শিবির। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে রক্ত দিলেন ৫০ জন পৌর কর্মচারী। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ বহু বিশিষ্ট অতিথিবৃন্দ।