এদিন রাতে খড়দহ থানার বিবেক নগর এলাকা বারংবার কেঁপে উঠছিল বিকট শব্দ বাজির আওয়াজ আর আলোয়। স্থানীয় বাসিন্দা সোনকার পরিবারের পক্ষ থেকে সেই বাজি ফাটাবার বিষয়ে আপত্তি জানাতে রনং দেহি মূর্তি ধারণ করে স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ ওরফে ভোলা, যে এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। আক্রান্তদের অভিযোগ, সে দুহাতে দুটো বন্দুক নিয়ে মারতে আসে তাদের বাবাকে। ছেলেরা ছুটে এসে বন্দুক দুটি কোনভাবে কেড়ে নিলে ভোলা চলে যায় স্থানীয় একটি ক্লাবে। তারপর দু- দুটি বোমা মারে সোনকার পরিবারের সদস্যদের লক্ষ্য করে। প্রথমটি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয়টির বিস্ফোরণে গুরুতর জখম হন বাবা সহ তার চার ছেলে। বাবাকে ভর্তি করা হয়েছে বারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, বসেছে পুলিশ পিকেট, তবে এখনও অধরা দুষ্কৃতীরা।