দীর্ঘ আইনি প্রক্রিয়ার শেষে অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির স্থাপনের অনুমতি পেয়েছে রামলালা ট্রাস্ট। আর বিজেপি দলের নির্বাচনী প্রস্তুতির মতো সেই রাম মন্দির গঠনে লেগেছে উঠে পড়ে। ব্যস্ততা এতটাই, যে করোনা আবহে যখন দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ, আক্রান্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং, তখনই অতি দ্রুততার সাথে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো এবং শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আর দিনটি পশ্চিমবাংলায় লকডাউনের দিন হবার ফলে, এখানে আইনত বাধা পেলো বিজেপির যে কোন উদ্যোগ। তার মাঝেও রাজ্যের প্রায় সর্বত্র দেখা গেল বিজেপির আয়োজনে ধুমধাম করেই হলো অযোধ্যায় পুজোর আগে বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন। পানিহাটির অমরাবতীতে বিধায়ক সুনীল সিং, বিজেপি নেতা কুন্দন সিং, কলকাতা উত্তর শহরতলির জেলা সভাপতি কিশোর কর, জয় সাহা প্রমুখের উপস্থিতিতে পালিত হলো দিনটি। দেখা গেল অযোধ্যা থেকে প্রধানমন্ত্রীর শিলান্যাসের ছবিও সরাসরি সম্প্রচার।