সম্প্রতি বেশ কিছুদিন ধরে কয়লা পাচার মামলায় তদন্তে নেমেছে সিবিআই। আর তদন্তে নেমে গত কয়েকমাস ধরে অনুপ মাঝি নামক কয়লা ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে আয়কর দফতরের আধিকারিকেরা।এরপর লালা ওরফে অনুপ মাঝির বাড়ি এবং অফিস তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।আর সেই নথি উদ্ধার করার পর সিবিআই এর তদন্তকারীরা লালাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছেন।
এদিন দুপুরে সিবিআই তরফে একটি নোটিস পাঠানো হয়েছে লালার পুরুলিয়ার বাড়িতে। নোটিশ অনুযায়ী , যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই এর সদর দফতর নিজাম প্যালেসে লালা কে দেখা করতে বলা হয়েছে। .
বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী , সিবিআই মনে করছে লালা বেপাত্তা। এই বিষয়ে লালা ওরফে অনুপবাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ত তার জবাব মেলেনি। এই বিষয়ে অনুপবাবুর পরিবার ও কোনো মন্তব্য করতে চায়নি।