১৯৭০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পানিহাটিতে রাজনৈতিক খুন হয়েছিলেন ২১ জন সিপিআইএম কর্মী, আমার দুজনের খোঁজ নেই এখনও পর্যন্ত। ১৯৭৭ সালে বামেরা ক্ষমতায় এলে ২৮ শে নভেম্বর দিনটিকে পানিহাটির কেন্দ্রীয় শহীদ দিবস হিসেবে পালন করা শুরু হয় ঐ সমস্ত নিহত সহ কর্মীদের স্মরণে। এদিন সেই শহীদ স্মরণ অনুষ্ঠান পালিত হলো ঘোলা তীর্থ ভারতী স্কুলের মাঠে, জে মাঠ সংলগ্ন অঞ্চলে রয়েছে পানিহাটির কেন্দ্রীয় শহীদ স্মারক। এদিনের স্মরণ অনুষ্ঠানে হাজির ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য পলাশ দাশ, বিধায়ক তন্ময় ভট্টাচার্য, দুলাল চক্রবর্তী, চারণ চক্রবর্তী, অদ্বৈত পাল, অনির্বাণ ভট্টাচার্য, শুভব্রত চক্রবর্তী প্রমুখ নেতৃত্ব। সভায় উপস্থিত হয়ে সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপি’র ধর্মীয় বিভাজন নীতিকে।