আগামীকাল বুধবার, অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো এবং শিলান্যাস। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থেকে শিলান্যাস করবেন। ট্রাস্ট সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, সরসঙ্ঘচালক মোহন ভগবত এনারাই শুধু মঞ্চে থাকবেন। আর কারও জায়গা হচ্ছে না। শোনা যাচ্ছিল লালকৃষ্ণ আদবানী দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু সেটা নিয়ে চলছে বিস্তর জলঘোলা।

আর এই আবহে এদিন পলতার নেতাজী সংঘ মাঠে সাংসদ অর্জুন সিং, বিধায়ক সুনীল সিং সহ অন্যান্য বিজেপি নেতা কর্মী পরিবৃত হয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফের মুখর হলেন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। ৫ তারিখ মানে আগামীকালের লকডাউন নিয়ে তিনি তীব্র সমালোচনা করেন মমতা ব্যানার্জির ভূমিকার। বলেন বারংবার লকডাউন-এর দিন পরিবর্তনের মতো বালখিল্যতা ভারতের অন্য কোথাও হয় না।