সম্প্রতি চলতি মাসেই শুরু হয়েছে শিয়ালদহ এবং হাওড়া লাইনে ট্রেন পরিষেবা। কিন্তু এখনো পর্যন্ত আদ্রা হাওড়া রুটে পর্যাপ্ত সংখ্যক লোকাল ট্রেন চলছে না। বারংবার আবেদন করা সত্ত্বেও কোন লাভ হয়নি। এবার পর্যাপ্ত ট্রেন চালুর দাবিতে রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচি করল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই।
বিক্ষোভরত ডিওয়াইএফআই সর্মথকরা দাবি জানায়, অবিলম্বে আদ্রা হাওড়া রুটে পর্যাপ্ত সংখ্যক লোকাল ট্রেন চালাতে হবে। তার পাশাপাশি রেল হকারদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করতে হবে। দাবি জানিয়ে তারা স্টেশন মাস্টারের কাছে একটি স্মারকলিপি জমা দেন।