বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল আগেই। গত বৃহস্পতি ও শনিবার সাপ্তাহিক লকডাউন এর দিনে বিশেষ ট্রেন চালু থাকায় যাত্রীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করতে হয়েছিল রাজ্য সরকারকে। ভিড়ের চাপে ওই সমস্ত বাসে নিরাপদ দূরত্ব বিধি মানা যায়নি বলে অভিযোগ উঠেছে নানা মহল থেকে। এছাড়াও লকডাউন এরমধ্যে যাতায়াতের নানান সমস্যা ও সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় হাওড়া থেকে সমস্ত ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।
