অসমে ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুমিছিল অব্যাহত। কদিন আগেই ঘটেছিলো এমনই এক মর্মান্তিক ঘটনা। এদিন আবারও ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো একটি হাতির। সূত্রের খবর অনুযায়ী, পানিখাইতি এবং বালিজান এলাকার মধ্যে ঘরে ঘটনাটি। বনদপ্তর জানিয়েছে, পানিবাড়ি ও দিগারু স্টেশনের মাঝে আনন্দবিহার-আগরতলা বিশেষ ট্রেনের সাথে ধাক্কা লাগে বছর দশেকের ওই হাতিটির।
ধাক্কা লাগার সাথে সাথেই হাতিটি ঘটনাস্থলেই মারা যায়। হাতির মৃত্যুর ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।