২০১৮সালের ‘ফেনি খান’ ছবিতে শেষ দেখা গেলেও দীর্ঘদিন ধরে বড় পর্দায় অনুপস্থিত রুপালি পর্দার ঐশ্বর্য্য। তবে আবারো রুপোলি পর্দায় ফিরতে চলেছেন এককালের বিশ্ব-সুন্দরী।

চোল সাম্রজ্যের ওপর লেখা একটি বইয়ের আধারে তৈরী মণিরত্নম পরিচালিত ‘পন্নিয়ান সেলভান’ ছবিতে দেখা মিলবে ঐশ্বর্য্য রাইয়ের, আর এদিন তারই প্রথম লুক প্রকাশিত হল। ছবিতে ঐশ্বর্য্য ছাড়াও রয়েছেন দক্ষিণী তারকা বিক্রম।

ছবির শুটিং অনেকদিন ধরে শুরু হলেও করোনার কারনে বহুবার বাধা প্রাপ্ত হয়েছে এই ছবির কাজ। এই ছবি মুক্তি পাবে দুটি ভাগে, পরিস্থিতি সব ঠিক থাকলে সেপ্টেম্বর মাসেই মুক্তি পাবে ছবিটির প্রথমভাগ।