ভুবন বাদ্যকর,যার দৌলতে কাঁচা বাদাম আজ আর হকারি করার বস্তু নয়, কাঁচা বাদাম নিউ জেনারেশন এর কাছে একটা প্যাশন, নতুন তারকাদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া ভার যে কোমর দোলায় নি ভুবনের কাঁচা বাদামের সাথে বা গলা মেলান নি বিভিন্ন তালে । অথচ মাস খানেক আগেও এই ভুবন বাদ্যকর ছিলেন বীরভূম জেলার নিছকই একজন বাদাম বিক্রেতা, অবশ্যই ব্যতিক্রমী, কারণ তিনি মাথায় বাদামের ঝুড়ি নিয়ে ‘বাদাম চাই গো বাদাম’ বলে চিৎকার করে ফেরী না করে গান গেয়ে খদ্দের জোটাতেন।

আর সোশ্যাল মিডিয়ায় তার এই গান ছড়িয়ে পড়তেই ভুবনের যেন আরো হাত-পা গজালো। নির্বাচনী প্রচারে শাসকদলের হয়ে প্রচার থেকে শুরু করে লাস্যময়ীদের সাথে তার কাঁচা বাদাম গানের চটুল ভিডিও ঘুরছে এখন ফোনে ফোনে, আর সেই জনপ্রিয়তার বদলে পাওয়া অর্থে তিনি কিনে ফেলেছিলেন একটি চার চাকার গাড়ি এবং নিজস্ব ভঙ্গিমায় চালাতে গিয়ে প্রপাত ধরণী তলে হয়ে ফের খবরে। আর এবার সেই গাড়ি নিয়ে ভুবন বাদ্যকর এর নতুন গান ফের ভাইরাল।