বেশ কয়েকবছর ধরেই বার্ধকজনিত সমস্যায় ভুগছিলেন প্রবীণ গায়িকা নির্মলা মিশ্র।কাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওনাকে ভর্তি করা হয় সর্দান এভিনিউয়ের একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, রক্তচাপ সহ বেশকিছু সমস্যা কাবু করেছে নির্মলা দেবীকে। যদিও এখন ওনার শারীরিক অবস্থা কিছুটা ভালো রয়েছে।আজ সকালে নিজেই তরল খাবার খেয়েছেন, পরিবারের লোকেদের সাথে অল্পক্ষনের জন্য কথা বলার অনুমতিও দেওয়া হয়েছিল।
আজ নির্মলা দেবীর সাথে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি পরিবারের লোকেদের সাথে দেখা করে বেশকিছুক্ষন কথা বলেন।প্রবীণ শিল্পীর শারীরিক অবস্থা কেমন আছে তার খোঁজ খবর নেন তিনি।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এর মধ্যেই নির্মলাদেবীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কোনো সম্ভবনাই নেই। আরো ২-৩ দিন ওনাকে রাখা হবে পর্যবেক্ষণে, তারপর শারীরিক অবস্থার আর নতুন করে অবনতি না হলে ওনাকে বৃহস্পতি বারের মধ্যে ছেড়ে দেওয়া হবে।