দীর্ঘ প্রায় আড়াই মাস লড়াই করার পর , শেষ পর্যন্ত হেরে গেলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। আজ গুয়াহাটি মেডিকেল কলেজের মৃত্যু হল তরুণ গগৈ এর।
গত আগস্ট মাসে করণা আক্রান্ত হয়ে গুয়াহাটি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল অসমের তিনবারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে। প্রায় দু মাস তরুণ বাবুকে গুহাটি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রাখা হয়। সংকটজনক অবস্থা কাটলে তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল।
হাসপাতাল থেকে বাড়ি আসার কয়েক দিনের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়েন তরুণ গগৈ। সূত্রের খবর অনুযায়ী, তরুণ বাবুর অবস্থা এতটাই খারাপ যে ওনাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা একটু স্থিতিশীল হলে তরুণ বাবুর ডায়ালাইসিস করা হত কিন্তু সেই সময়টুকু পেলেন না চিকিৎসকেরা।
তরুণ গগৈ এর এহেন প্রয়াণে শোকোস্তব্ধ রাজনৈতিক মহল।