মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় একটি পদযাত্রা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। শিল্পনগরী হলদিয়ার গিরিশ মোড় থেকে সিপিটি বাজার পর্যন্ত পদযাত্রায় ভারতী ঘোষের সঙ্গে পা মেলান কয়েকশো কর্মী-সমর্থকরা। সূত্রের খবর বিজেপির মিছিলে যোগ দিতে আসার সময় কৌশিক বারিক নামক এক বিজেপি কর্মীকে মারধোর করে বলে অভিযোগ।কাঠগড়ায় তৃনমূল। এর পরেই রাজ্য সরকারের নয়া এই প্রকল্প নিয়ে কটাক্ষ ছুড়ে দেন ভারতী ঘোষ । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান , “দুয়ারে দুয়ারে নয়, আগে নিজের দলকে ঠিক করুন নিজের দল ভেঙে যাচ্ছে কেউ থাকতে চাইছে না। দল থাকলে তখন দুয়ারে দুয়ারে যাবেন। এখন দল নেই তো দুয়ারে দুয়ারে যাওয়া কিসের। একা মমতা বন্দ্যোপাধ্যায় ১০ কোটি মানুষের বাড়িতে বাড়িতে যাবেন। আগে দলকে বোঝান দলকে ঠিক করুন।”