কেন্দ্রীয় সরকারের পর এবার অনলাইন ক্লাস এর সময়সীমা সুনির্দিষ্ট করে দিল আইসিএসই বোর্ড।নির্দেশিকা জারি করে কোন শ্রেণির অনলাইন ক্লাস কতক্ষণ হবে তা সুনির্দিষ্ট করে দেওয়া হল। নির্দেশিকা অনুসারে, প্রি-প্রাইমারির পড়ুয়াদের ক্লাস রোজ হবে না। ক্লাস এর সময়সীমা হবে সর্বোচ্চ তিরিশ মিনিট। প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের দিনে দুটো করে ক্লাস হবে। সেই ক্লাস গুলির সময়সীমা হবে সর্বাধিক তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট। নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মোট চারটি ক্লাস নেওয়া হবে এবং তার সময়সীমা হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট। নির্দেশিকাতে এও বলা হয়েছে, দুটি পিরিওড এর মধ্যে অন্তত দশ থেকে পনেরো মিনিটের বিরতি রাখতে হবে।