অন্যান্যবারের মত ঝা চকচকে অনুষ্ঠান, চলতি বছরে করনার সংকটকালে হচ্ছেনা রেড রোডে স্বাধীনতা দিবস উপলক্ষে।
মাত্র ১৫ মিনিটেই শেষ করা হবে মূল অনুষ্ঠান। করণার কারণে অনুষ্ঠানে অতিথি সংখ্যাও থাকবে সীমিত, তাদের বসার আসন নির্দিষ্ট দূরত্ব মেনেই রাখা হবে।
যারা কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন তাদের পড়তে হবে মাস্ক সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার। সংক্রমণ যাতে না হয় সেজন্য কুচকাওয়াজের মহড়ার দিনও কমিয়ে আনা হয়েছে । অন্যান্যবারের মত এইবার ৭-৮ দিন ধরে মহড়া হচ্ছে না, এমনকি বন্ধ রাখা হচ্ছে না রাস্তা।
ফাইল চিত্র ফাইল চিত্র
সূত্রের খবর, অনুষ্ঠানে 25 জুন প্রথম সারির করণা যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হবে।ইতিমধ্যেই রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর তালিকা তৈরি করে ফেলেছে। মুখ্যমন্ত্রীর মঞ্চের বাঁদিকে তাদের বসার ব্যবস্থা করা হবে। বিভিন্ন জেলার শিল্পী দের নিয়ে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে করোনার কথা মাথায় রেখেই সব অনুষ্ঠানই হবে অল্পসময়ের।এবং অনুষ্ঠানে অংশ নেওয়ার সকলকে করো না বিধি মেনে চলতে হবে।