২০২০ সাল আমাদের থেকে কেড়ে নিয়েছে অনেককিছুই। প্রিয় অভিনেতা থেকে শুরু করে ফুটবলার আমাদের ছেড়ে চলে গেছেন আন্তর্জাতিক স্তরের বহু তারকাই। ওনাদের মধ্যে যাদের মৃত্যু আমাদের মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, তারা হলেন চ্যাডউইক বোসম্যান,শন কনারিএবং ফুটবলের রাজপুত্র মারাদোনা। আর আজকের বিশেষ প্রতিবেদন ওনাদের উদ্দেশেই,


