পর্ণশ্রীর ট্রান্সপোর্ট ডিপো রোডে চলছিল একটি সংস্থার নির্মাণকার্য। এদিন সকালেও শ্রমিকেরা যথাসময়ে এসে কাজ শুরু করে। তারপরেই ঘটে মর্মান্তিক ঘটনাটি।কাজ করার সময় উঁচুতলা থেকে একটি লোহাট পাইপ সজোরে এসে পরে আহারুল শেখ নামক এক শ্রমিকের মাথায়। এরপরেই গুরুতর আহত এবং রক্তাক্ত অবস্থায় আহারুল কে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। প্রসঙ্গত , আহারুল এর দাদাও ঘটনাস্থলে উপস্থিত ছিল , উনিই ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে আহত শ্রমিক টিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। কিন্তু বাড়ি আসার পরেই আহারুলের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ফের তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানিয়ে দেয় আহারুল মারা গিয়েছেন।
এই ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। আহারুলের মৃত্যু হাসপাতালের গাফিলতির জন্য হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।