সর্বশেষ বৈঠকে স্থির হয়েছিল আগামি ডিসেম্বর মাসে খুলে দেওয়া হবে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলি। তবে এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর তবে কোনো রকম দিনক্ষণ জানানো হয়নি। কলেজ পড়ুয়ারা কিভাবে বিশ্ববিদ্যালয় আসবেন জানানো হয়নি তাও।
এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একটি বৈঠকে জানায় , করণা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। আর এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ে এক সঙ্গে সব ছাত্র-ছাত্রীরা উপস্থিত নয়, ধাপে ধাপে পড়ুয়াদের হাজিরার ব্যবস্থা করতে হবে। যেমন, যে সমস্ত গবেষকেরা পরীক্ষাগারে ব্যবহার করতে চাইছেন অথবা যাদের ব্যবহার করা জরুরি হয়ে পড়েছে তারা প্রথমে বিশ্ববিদ্যালয়ে আসবেন , জন্য খুলে দেওয়া হবে হস্টেল। পরীক্ষামূলক ভাবে দেখা হবে, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে গবেষকরা বিশ্ববিদ্যালয়ের কেমন ভাবে থাকছে। এরপর এই সিদ্ধান্ত নেওয়া হবে স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের বিষয়ে। তারা মনে, বর্তমান পরিস্থিতিতে প্রাক্টিক্যাল ছাড়া বিভাগগুলি অর্থাৎ কলা বিভাগের ছাত্র ছাত্র দের বাড়ি বসে ক্লাস করতে দেওয়া উচিত।