ব্যারাকপুর মহকুমাতে এই মুহূর্তে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪২০০ বলে জানালেন নগরপাল মনোজ ভার্মা। সরকারি পরিসংখ্যানেই যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলেও সংখ্যাটা দারুন উদ্বেগের। আজকের সংখ্যাটা নিয়ে বিশ্লেষণ করলে দেখা যাবে ২০ শে জুন সর্বশেষ প্রকাশিত সরকারি হিসেবের
তুলনায় ৪২০০ সংখ্যাটি প্রায় ৩০০০ জন বেশি। যার অর্থ দাঁড়ায় গত একমাসে সংক্রমিতের সংখ্যা বেড়েছে কয়েকশ গুণ। অতি ভয়াবহ এই অতিমারির পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বিভিন্ন পৌরসভা, রাজ্য সরকারের সাপ্তাহিক দুদিন লকডাউন এর পাশাপাশি ব্যারাকপুর মহকুমার বিভিন্ন পৌরসভা ও থানা, এলাকায় এলাকায় আংশিক বা পূর্ণ লকডাউনের নির্দেশ জারি করেছে আগামী ৩১ শে জুলাই পর্যন্ত। আর সেই লকডাউন প্রসঙ্গেই নগরপাল মনোজ ভার্মা জানালেন,কমিশনারেট এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক ভাবে, সে ক্ষেত্রে বিভিন্ন পৌরসভা ও থানা গুলির লকডাউনে কিছু ইতিবাচক ফল আশা করা যায়।