৬৯ বছর বয়সে প্রয়াত হলেন ‘এম সি সরকার এন্ড সন্স’ প্রকাশনী সংস্থার কর্ণধার সমিত সরকার। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে দক্ষিণ কলকাতায় তার নিজের বাড়িতে থাকাকালীনই সেরিব্রাল স্ট্রোক হয় তার। মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণ ঘটে। স্ট্রোক হওয়ার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরের দিন বুধবার দুপুরবেলা হাসপাতালেই প্রাণ ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলেজ স্ট্রিট বইপাড়ায়। প্রসঙ্গত, সমিত বাবু পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের কার্যকরী সমিতির সদস্য ছিলেন।সমিতবাবুর ঠাকুরদা সুধীর চন্দ্র সরকার মৌচাক পত্রিকার সম্পাদক ছিলেন।তার বাবা রায়বাহাদুর মহিম চন্দ্র সরকারের নামেই তাদের প্রকাশনী সংস্থার নাম ‘এম সি সরকার এন্ড সন্স’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজশেখর বসু প্রমূখ স্বনামধন্য সাহিত্যিকদের বই প্রকাশ করেছেন তাদের এই প্রকাশনী সংস্থা।