ভেঙে পড়েছিলো ৪ঠা সেপ্টেম্বর ২০১৮, আর তারপর যুদ্ধকালীন তৎপরতায় নির্মিত সাবেক মাঝেরহাট সেতুর উদ্বোধন হয়ে গেলো বৃহস্পতিবার সন্ধায়। নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মের ১২৫ তম বর্ষকে স্মরণে রেখে ৩০০ কোটি টাকা ব্যয়ে নতুন তৈরী সেতুটির নাম রাখা হয়েছে ‘জয় হিন্দ’ সেতু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর মন্ত্রীসভার সদস্যদের নিয়ে পায়ে হেঁটে উদ্বোধন করেন নেতাজীর স্মৃতির প্রতি উৎসর্গীকৃত নবনির্মিত ‘জয় হিন্দ’ সেতুর।