করোনা সংকট পরিস্থিতিতে দেশের সমস্ত শিল্পক্ষেত্রে ক্ষতির পরিমাণ বেড়েছে। এবার ক্ষতির মুখ দেখলো চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম শিল্পও। মেডিকেল টেকনলজি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দেওয়া হিসেব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে চিকিৎসা সরঞ্জাম সংস্থাগুলির আয় ৫০-৮৫% কমেছে।
অবশ্য এর কারণ হিসেবে বলা হচ্ছে করণা পরিস্থিতি নিয়ন্ত্রণে একে লকডাউন, অতি প্রয়োজন ছাড়া হাসপাতলে অস্ত্রপ্রচার হচ্ছেনাই বলা যায়। তার জন্য অস্ত্রপ্রচারে যে সমস্ত সরঞ্জাম এর দরকার তার চাহিদা কমছে।
মেডিকেল টেকনলজি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর দাবি, সরকার এই জরুরি পরিস্থিতিতে অবিলম্বে হস্তক্ষেপ করুক।