আনলক-৩ পর্বে জিম খোলার অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক।
এদিন কিছু নির্দেশিকার কোথাও তারা জানাল। প্রথম সিদ্ধান্ত অনুযায়ী মাস্ক পরে জিম করতে বলা হয়েছিল । কিন্তু মাস্ক পড়লে শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হতে পারে, তাই মাস্কের বদলে পড়তে হবে ফেস শিল্ড।
১০ বছরের নিচে এবং ৬৫ বছরের বেশি বয়সীদের বদ্ধ ঘরে যোগাসন করা যাবে না।
প্রতিটি সেকশন শুরুর আগে জীবাণুমুক্ত করতে হবে এরকমই আরো বহু নির্দেশিকা দেওয়া হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী:
- জিম বা যোগাসন করার সময় অন্তত ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
- যে ঘরে জিম বা যোগাসন করা হবে, সেখানে তাপমাত্রা ২৪°-৩০° সেলসিয়াসের মধ্যে থাকতে হবে।
- যারা জিম বা যোগাসন করতে যাচ্ছেন, তাদের সঙ্গে নিজস্ব জলের বোতল , তোয়ালে ও যোগা ম্যাট নিয়ে আসতে হবে।
- ফেস শিল্ড পড়ে জিম করতে হবে।
কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী আগামী ৫ অগাস্ট থেকে খুলছে জিম কেন্দ্রগুলি।
কিন্তু রাজ্যে এদিন লকডাউন থাকায় সেগুলি চালু হবে তার পরের দিন থেকে।