ব্যারাকপুর মোহনপুরে বাড়ি বিখ্যাত এক রেস্তোরাঁ মালিকের কাছ থেকে দীর্ঘদিন ধরেই মোটা টাকা তোলা চেয়ে আসছে স্থানীয় কিছু যুবক, যারা এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। কিন্তু সেই তোলা দিতে সরাসরি অস্বীকার করে রেস্তোরাঁর মালিক দম্পতি। আর তারপরই গভীর রাতে এলাকার সমস্ত মানুষ যখন গভীর নিদ্রামগ্ন তখন সেই যুবকেরাই সশস্ত্র অবস্থাতে চড়াও হয় ওই ব্যবসায়ীর বাড়িতে। গেট ভেঙে ভিতরে ঢুকতে না পারলেও তারা বাঁশ, শাবল, ইঁট ইত্যাদি দিয়ে ব্যাপক ভাঙচুর চালায় বাড়ির তিনটি গাড়িতে। বাধা দিতে গেলে ডলি দাসের গলা থেকে ছিনিয়ে নেওয়া হবে একটি সোনার চেনও । কোনোক্রমে বেঁচে যায় ওই ব্যবসায়ীর একমাত্র ছেলে। খবর পেয়েই টিটাগড় থানার পুলিশ পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। দুষ্কৃতীরা ভেঙে দেবার আগে পর্যন্ত হামলার বিস্তারিত ছবি ধরা পড়েছে বাড়ির সিসি ক্যামেরা তে। ঘটনার পর তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, ভবিষ্যতে তাদের উপর প্রাণঘাতী হামলার আশঙ্কা করছেন ওই ব্যবসায়ী পরিবারের সদস্যরা।