কেটে গিয়েছে উৎসবের মরসুম।এর মধ্যেই বঙ্গে উঁকি দিচ্ছে শীত। এদিকে করোনার পাশাপাশি প্রকোপ দেখা দিচ্ছে ডেঙ্গুরও। এগুলির মোকাবিলা করতেই জনসুরক্ষার কথা মাথায় রেখে একটি পদক্ষেপ নিলো বিধাননগর পুরসভা। বিধাননগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে রবিবার একটি অনুষ্ঠানে বেশ কিছু এলাকাবাসীকে দেওয়া হলো মশারি ও শীতের পোশাক। এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু , সাংসদ দোলা সেন ও রাজারহাট পঞ্চায়েত এবং বিধাননগর পুরসভার কোঅর্ডিনেটররা। ১২ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর আজিজুল হোসেন মন্ডল এ বিষয়ে জানান, করোনা ও ডেঙ্গুর একত্রে মোকাবিলা করার জন্যই এলাকাবাসীদের শীতবস্ত্র ও মশারি একত্রে বিতরণ করা হলো।