ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হলো একটি বাড়ি। ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়ায় মালদা জেলার ভুতনি থানার নীলকান্ত টোলা গ্রামের।স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার ভোররাতে হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নীলকান্তটোলা গ্রামের বাসিন্দা জনার্দন মণ্ডলের বাড়িতে আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় জনার্দন বাবুর দুটি ঘর। দুটি ঘরে থাকা নগদ টাকা, মোটরসাইকেল, আসবাবপত্রসহ ,বাড়িতে মজুদ থাকা বিভিন্ন খাদ্যশস্য ,সহ মূল্যবান সামগ্রী নিমিষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। পরিবার সূত্রে জানা গেছে বাড়িতে বিবাহের জন্য টাকা সহ বিভিন্ন সামগ্রী মজুদ করে রাখা হয়েছিল। তবে বিধ্বংসী আগুন সর্বস্য পুড়ে ছারখার করে দেয়।

স্থানীয়দের তৎপরতায় কয়েক ঘণ্টার চেষ্টায় কোনভাবে আগুন নিয়ন্ত্রণে এলেও আগুন নেভাতে গিয়ে আহত হন দুইজন। ঘটনার খবর পেয়ে ভূতনি থানা পুলিশ ঘটনাস্থলে যায়।সব মিলিয়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বাবলু মন্ডল।সরকারি সাহায্যের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।