মাধ্যমিক পরীক্ষার হলে ঢুকতেই ছাত্রী বাধাপ্রাপ্ত হয় পুলিশের কাছে, কারণ না আছে তার এডমিট কার্ড না পরনে স্কুলের পোশাক। পুলিশ ছাত্রীটিকে ফিরিয়ে দিলেও সে পুনরায় ফিরে আসে তার অন্যান্য সহপাঠীদের সাথে এবং জানায় মাধ্যমিকের প্রথম দুটো পরীক্ষা নির্বিঘ্নে দিলেও এদিন তার বাড়ি থেকে বিয়ের সম্বন্ধের কথা বলতে যাওয়ায় তাকে বাড়িতে আটকে রাখা হয়েছিল, কোনরকমে বাথরুম যাওয়ার অজুহাতে পালিয়ে এসেছে সে বাড়িতে থেকে দু কিমি দূরের পরীক্ষা কেন্দ্রে। আউশগ্রামের ওই ছাত্রীর সাহসকে কুর্নিশ জানাচ্চ্ছে সকলে এমনকি পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা তাকে খাবার খাইয়ে, বাড়ি থেকে এডমিট কার্ড এনে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।এবং ভবিষতে যাতে তার পড়াশোনায় কোনরকম বাধা না আসে সে দিকে নজর রাখা হবে স্থানীয় প্রশাসনের তরফে। ছাত্রীটি জানায় সে ভবিষ্যতে আরো পড়াশোনা করে সেনা বাহিনীতে যোগদিতে চায়।