ইউক্রেনে মৃত আরেক ভারতীয় ছাত্র। পঞ্জাবের বারনালার বাসিন্দা বছর ২২র চন্দন জিন্দাল ইউক্রেনের ভিন্নিতসিয়ার ভিন্নিতসিয়া ন্যাশনাল পাইরোগভ মেমোরিয়াল মেডিকেল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। সূত্রের খবর ভিন্নিতসিয়ার একটি হাসপাতালে ভর্তি থাকাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকালে মারা যান। চন্দনের বাবা ভারত সরকারের কাছে চন্দনের মৃতদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত মঙ্গলবার রুশ হানায় মৃত্যু হয় এক ভারতীয় ছাত্রের। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয় কিভে আরও কোনও ভারতীয় আটকে নেই,এমনকি বন্ধ করে দেওয়া হয়েছে কিভে ভারতীয় দূতাবাস। ইউক্রেন থেকে বাকি ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনতে আগামী ৩দিনে ইউক্রেনের পার্শবর্তী দেশগুলিতে পাঠানো হবে মোট ২৬টি বিমান, এমনকি উদ্ধার কাজে নিযুক্ত করা হয়েছে ভারতীয় বিমান বাহিনীকেও।