
২০২৪ র লোকসভা নির্বাচনের আগে দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলের দিকে চোখ ছিল দেশবাসীর, বিশেষ করে এই রাজ্যের মানুষের, কারন ২০২১র বিধান সভায় বাংলার বিজেপি আশানুরূপ ফল না করতে পারলেও দখল করেছিল ৭৭টি আসন, যদিও পরবর্তী সময়ে কার্যত ধস নেমেছে বঙ্গ বিজেপিতে, পৌরনির্বাচনেও যার প্রতিফলন লক্ষ্য করা গেছে, অন্যদিকে ২০২৪র লোকসভাকে পাখির চোখ করে এই ৫ রাজ্যে নির্বাচনে গোয়া ও উত্তর প্রদেশে কার্যত কোমড় বেঁধে নেমেছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রস। উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের সাথে এবং গোয়াতে সে রাজ্যের প্রাচীনতম রাজনৈতিক দল মহারাষ্ট্রবাদী গোমন্তক দলের সাথে জোট বেঁধে তৃণমূলের স্বপ্ন দেখেছিলেন বিজেপি বিদায়ের, স্বয়ং মমতা বন্ধ্যোপাধ্যায় উত্তর প্রদেশে এবং অভিষেক বন্ধ্যোপাধ্যায় ঝাঁপিয়ে ছিলেন বিজেপি বিরোধী লড়ায়ে, কিন্তু ফলাফল প্রকাশের পর যে ছবি উঠে এল তাতে তৃণমূল কংগ্রেস বহির্বাংলায় কার্যত হতাশ করল সবাইকে। ৫টি রাজ্যের মধ্যে কৃষি আন্দোলনের আঁতুর ঘর পাঞ্জাবে জাতীয় কংগ্রেসকে সরিয়ে নিরঙ্কুশ ক্ষমতা দখল করল আম আদমি পার্টি আর বাকি চারটি রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ , উত্তরাখন্ড ও মনিপুরের সংখ্যা গরিষ্ঠতা পেয়ে গেছে বিজেপি, গোয়ায় ৪০টি আসনের মধ্যে বিজেপি দখলে রেখেছে ২০টি আসন, তৃণমূল একটি আসন দখল করতে না পারলেও তাদের সহযোগী দল শেষমুহূর্ত পর্যন্ত দুটি আসনে এগিয়ে আছে।

সবমিলিয়ে আগামী লোকসভা নির্বাচনের আগে ৫ টি রাজ্যের বিধান সভা নির্বাচনের ফলাফল যে বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলাই বাহুল্য, অন্যদিকে রাজ্য বিজেপি সূত্রের খবর এ রাজ্যে তারা নতুন করে লড়াইয়ে প্রস্তুতি শুরু করছে, যাতে আগামী লোকসভা নির্বাচনে ৪২টির মধ্যে ২৫টির বেশি আসন দখল নিতে পারে গেরুয়া শিবির। সব মিলিয়ে ৫ রাজ্যের বিধান সভা নির্বাচনের ফল প্রকাশের পর ফের লোকসভা নির্বাচন নিয়ে সারা দেশজুড়ে বিজেপি শিবির যেমন উৎসাহিত, পাশাপাশি এ রাজ্যের হতদ্যম বিজেপি নেতা কর্মীরাও বাড়তি উৎসাহ পাচ্ছেন আগামী দিনের জন্য।