সীমান্তে চোরাচালান এবং অসামাজিক কাজকর্ম বন্ধ করার উদ্দেশ্যে কোচবিহার সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্ত এবার থাকবে সিসিটিভির নজরবন্দি। সীমান্ত রক্ষীবাহিনীর গুয়াহাটি ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় সিংহ গহলৌত এবং গোপাল পুর সেক্টরের ডিআইজি ৭৫ নম্বর ব্যাটেলিয়নের অধীনস্ত পোস্ট গুলি পর্যবেক্ষন করার সাথে সাথে এদিন সিসি ক্যামেরা ও কম্যান্ড কন্ট্রোল সিসিটেমের উদ্বোধন করেন। সীমান্তের দুপাশের গতিবিধি নজরাধীন রাখার ক্ষেত্রে এ ধরনের প্রযুক্তি খুবই কার্যকরী বলে মনে করছেন আইজি সঞ্জয় সিংহ গহলৌত।