২০১৯র পর থেকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কখনো বেড়েছে কখনো কমেছে। করোনার টিকাকরণের পর বিধি নিষেধ কিছুটা শিথিল করা হলেও করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় আবারো বন্ধ হয়ে বসেছিল স্বাভাবিক জীবনযাপন। তবে করোনার তৃতীয় ঢেউয়ের সংক্ৰমন ক্ষমতা আগের থেকে বেশি হলেও বর্তমানে দৈনিক সংক্রমণের হার ১০০র ঘরে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় অর্থাৎ পয়লা মার্চ রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা শুন্য। করোনায় রাজ্যে প্রথম মৃত্যু হয়েছিল ২০২০ সালের ২৩শে মার্চ, পরে কয়েকবার মৃত্যুর হার শুন্যের ঘরে পৌঁছলেও রাজ্যে শেষ মৃত্যু হার শুন্যের কোঠায় পৌঁছেছিল ২০২১-র ২৮শে ফেব্রুয়ারি। এদিনের বুলেটিন অনুযায়ী ২২,২২৬ জনের পরীক্ষায় পজিটিভ রেট ০.৬৯ শতাংশ।রাজ্যে মৃত্যুর হার শুন্য হলেও রাজ্যকে এখনই সম্পূর্ণ করোনা মুক্ত বলা যাবে না তাই সরকার আরোপিত সকল স্বাস্থ্য বিধি মেনে চলাই শ্রেয়।