গত দুবছর ধরে করোনা অতিমারীর কারনে গৃহবন্ধী দশা কাটাতে হলেও, এই অতিমারীর মাঝেই প্রকৃতির রোষে গৃহহীনও হয়ে পরে বহু মানুষ। ২০২০ সালের মে মাস নাগাদ ধেয়ে আসা আম্ফান ঝড়ই হোক বা ২০২১ সালের ইয়াস, ওড়িশা উপকূলে আছড়ে পড়া এই সাইক্লোন গুলির দাপটে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সাথে সাথে প্রাণহানিও হয়ে থাকে বহু মানুষের। এমনকি এর পরবর্তী প্রভাবও দীর্ঘদিন ভুগতে হয়েছে রাজ্য বাসীকে। তেমনই সাইক্লোনের কোন কালো মেঘ কি আবারো ঘনিয়ে আসছে বাংলার আকাশে ? স্যাটেলাইট ম্যাপ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় আরও একটি ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ হবে বাংলা, কলকাতা, মেদিনীপুর ও ওড়িশার উপকূল এমনটাই সম্ভবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর।

ইন্দোনেশিয়ার বান্দা আচে উপকূলে তৈরি হওয়া এই নিম্নচাপ আস্তে আস্তে শক্তি বাড়িয়ে ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যেতে পারলেও বঙ্গোপাসাগরে প্রবেশের পর নিজের শক্তিবৃদ্ধি করে এই ঝড় আসতে পারে পশ্চিমবঙ্গ -ওড়িশা অভিমুখেও আবার তেমনি ঝড়ের অভিমুখ বাংলাদেশ উপকূলের দিকেও পরিবর্তিত হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে ইন্দোনেশিয়ার বান্দাআচে-র নিম্নচাপ আদৌ নিম্নচাপ থেকে সাইক্লোনে রূপান্তরিত হবে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলার সময় আসেনি বলেই জানিয়েছে হাওয়া অফিস।এবারের সাইক্লোন সিত্রাংয়ের নাম দিয়েছে থাইল্যান্ড।

তবে এখনই কোন দিকে এই সাইক্লোন ধেয়ে আসবে তা সুনির্দিষ্ট ভাবে বলার সময় না এলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই ঝড় উপকূলভাগে আছড়ে পড়তে পারে মার্চের শেষ সপ্তাহে৷ ঘণ্টায় ১৫০ কিলোমিটার অবধি গতি হতে পারে এই সিত্রাং সাইক্লোনের।