শনিবার ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান শুরু আগে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। পরিবার সূত্রে খবর, ওই মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র পড়েছিল বেথুয়াডহরি জেসিএম হাই স্কুলে। সকাল সাড়ে দশটা নাগাদ পরীক্ষা দিতে বেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও ছিল ওই পরীক্ষার্থী। কিন্তু আচমকাই ওই কিশোরী প্রেমিক আনোয়ার শেখের বাইকে চেপে একটু ঘুরতে যাবে বলে বেথুয়ার থেকে গাছা এলাকার দিকে যাওয়ার পথে হটাৎ তাদের বাইকের সামনে একটি বাই-সাইকেল এসে পড়ায় ওই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারায় বাইক চালক এবং তৎক্ষণাৎ বাইক থেকে পরে গিয়ে গুরুতর আহত হয় মাধ্যমিক পরীক্ষার্থী বছর ১৬র ববিতার খাতুন।

নাকাশিপাড়া থানার পাটপুকুর এলাকার বাসিন্দা ওই ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ধুবুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তিরত করা হয় কৃষ্ণনগর জেলা শক্তি নগর হাসপাতালে। সেখানেই ওই পরীক্ষার্থীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরীক্ষায় বসার ঠিক আগেই ওই মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।তবে ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।