
গরুমারা জাতীয় উদ্যানের সাউথ রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী,বিট অফিসার জীবন বিশ্বকর্মার নেতৃত্বে ঝালং বিন্দু রোড চামড়ামারি রেলগেটে এলাকা থেকে গ্রেফতার করল চার বন্যপ্রাণীর হত্যাকারী ও দেহাংশ পাচারকারীকে ।এই অভিযানকে গরুমারা জাতীয় উদ্যানের নর্থ রেঞ্জ ও সাউথ রেঞ্জের বনকর্মীদের বড়সড় সাফল্য বলে মনে করে গরুমারা ওয়াইল্ডলাইফ ডিভিশনের এডিএফও জন্মেঞ্জয় পাল বলেন, আমাদের কাছে খবর ছিল হরিনের চামড়া কেনাবেচা হবে।কালিম্পং জেলার জলঢাকা থানার অন্তর্গত কুমাই এলাকার বাসিন্দা ধৃত অজয় ওড়াও এবং রাজকুমার রাইয়ের কাছ থেকে উদ্ধার করা হয় দেড় ফুট বার্কিং ডিয়ারের চামড়া এবং একটি স্কুটি।

অন্যদিকে সম্বর হরিন মেরে মাংস খেতে গিয়ে গ্রেফতার হলেন দুই জন। জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন মুর্তি এলাকা থেকে সম্বর মেরে মেটেলি ব্লকের সাউথ ইংডং বস্তিতে নিয়ে যায় ধৃতরা । সেখানে রান্থু ওড়াওএর বাড়ি থেকে সম্বরের রান্না করা মাংস সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল গরুমারা নর্থ রেঞ্জের বন কর্মীরা। ধৃত চোমে ওড়াও ও রান্থু ওড়াওয়ের বাড়ি থেকে ওই মাংস বন্টন করা হচ্ছিল বলে জানান গরুমারা নর্থ রেঞ্জের রেঞ্জার সুদীপ দে। সূত্রের খবর, আজ ধৃত চারজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।