বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখ খুনের ঘটনায় কার্যত রণক্ষেত্র রামপুরহাট।ওই এলাকার পর পর কয়েকটি বাড়িতে আগুন লাগানোর ঘটনায় উত্তেজনা ছড়াল গোটা অঞ্চল জুড়ে । সোমবার গভীর রাতে আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু করে আগুন নেভানোর কাজ। সূত্রের খবর , সোমবার রাতে ঝলসানো ৩ টি মৃতদেহ উদ্ধার করার পর আজ সকালে আরও সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই সাত জনই একটি বাড়িতে ছিলেন বলে খবর ।

প্রসঙ্গত , গতকাল ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে বগটুই মোড়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখ । সে সময় দুটি মোটর বাইকে চার দুষ্কৃতী ভাদু শেখকে লক্ষ করে কয়েকটি বোমা ছুড়লে , বোমার ঘায়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
শেষ পাওয়া খবর অনুযায়ী , ইতিমধ্যে রামপুরহাট এর উদ্যেশে কলকাতা থেকে রওনা দিয়েছে সিআইডির দল।