অগ্নিগর্ভ রামপুরহাট নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল জগদীপ ধনকার । জানা গিয়েছে , সোমবার রামপুরহাটে পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে নৃশংসভাবে খুন করা হয় । আর তার পর গোটা রাত ধরে এলাকায় চলে তাণ্ডব। আগুন লাগানো হয় একের পর এক বাড়িতে। দমকলের দাবি, সোমবার তিন জন এবং মঙ্গলবার সকালে একটি বাড়ি থেকে সাত জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার হয়েছে। আর এই ঘটনার পরেই তোলপাড় রাজ্য রাজনীতি।
জগদীপ ধনকার একটি টুইট করে আইন শৃঙ্খলাকে তুলোধোনা করে বলেন , বীরভূমের রামপুরহাটে যে নৃসংঘ ঘটনা ঘটেছে তাতে বোঝা যাচ্ছে রাজ্য অপসংস্কৃতি এবং অনাচারের কবলে রয়েছে –

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন ফিরহাদ হাকিম।