ইউক্রেন থেকে দেশে সুস্থ ভাবে দেশে ফেরাটা ছিল যেমন চিন্তার ঠিক ততটাই চিন্তার বিষয় ছিল ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যৎ। তবে এবার আশার আলো দেখালো জাতীয় মেডিক্যাল কমিশন বা এনএমসি। আগে ইউক্রেন থেকে ডাক্তারি পাশ করে এদেশে ডাক্তারি করার জন্য বসতে হত এনএমসির পরীক্ষায় আর তাতে সফল হলেই মিলিত ডাক্তারির অনুমতি। শুক্রবার একটি বিবৃতিতে এনএমসি জানালো , রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যে ডাক্তারি পড়ুয়ারা ইন্টার্নশিপ অসম্পূর্ণ রেখে দেশে ফিরতে বাধ্য হয়েছেন, তাঁরা এখানেই সেই কোর্স শেষ করতে পারবেন।

ওই পড়ুয়াদের কাছ থেকে সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ কোনও ফি নিতে পারবে না এমনকি এ দেশের কলেজে শিক্ষানবিশ চিকিৎসকদের সমমর্যাদার সুযোগ-সুবিধা এবং বৃত্তিও তাঁরা পাবেন। তবে এ ব্যবস্থা কেবল সেই সমস্ত পড়ুয়াদের জন্যে যারা ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির কারণে কেবল স্নাতক হয়েই ফিরে এসেছেন কেবল তারাই পাবেন এই এন্টার্নশিপের সুযোগ।