কাঁথি পুরসভার ভোট ও ভোটগণনা বাতিলের আবেদন করে মামলা দায়ের করা হলেও ভোট বাতিল বা ভোট গণনার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি কলকাতা হাইকোর্ট। অর্থাৎ রাজ্যের বাকি ১০৭টি পুরসভার মতো হতে চলেছে কাঁথি পুরসভারও ভোট গণনা।
তবে এই মামলায় এখনো পর্যন্ত রাজ্য নিবার্চন কমিশন এবং রাজ্য সরকারের কোন বক্তব্য শোনেনি আদালত, দুপক্ষের মত শোনার পর সাংবিধানিক নিয়মনীতি খতিয়ে দেখার পরই এই মামলার ফলাফল নির্ধারণ সম্ভব। তাই এ পরিস্থিতিতে গণনা স্থগিত রাখা না হলেও উচ্চ আদালতের রায় অনুযায়ী গণনার ফলাফল যাই হোক না কেন এর ভবিষ্যৎ নির্ভর করবে মামলার রায়ের ওপরই। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে কাঁথি পুরসভার বুথে ব্যবহৃত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানি ১১ই মার্চ, আর মধ্যে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার কে নিজের নিজের বক্তব্য হলফনামার আকারে পেশ করার আদেশ দিয়েছে উচ্চ আদালত।
সন্ত্রাস এবং পক্ষপাতদুষ্ট ভোটার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়েরকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর আইনজীবী পরমজিৎ পটওয়ালিয়া এদিন কাঁথি বুথে নষ্ট হয়ে যাওয়া সিসি ক্যামেরার ছবি ফরেনসিক অডিট করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। আদালতের নির্দেশ অনুযায়ী ‘নিরপেক্ষ’ আইএএস অফিসারদের নিয়োগের কথা বলা হলেও কেন রাজ্য নির্বাচন কমিশনের তরফে পর্যবেক্ষনের দায়িত্ব ১০৮ জন ডাব্লিউবিসিএস এবং ১৬জন আইএস’র ওপর দেওয়া হল এ নিয়েও এদিন সওয়াল তোলেন পরমজিৎ পটওয়ালিয়া।