বদল হতে চলেছে নেতাজির আর্দশে অনুপ্রাণিত রাজনৈতিক দল ফরোয়ার্ড ব্লকের পতাকার নকশা। বর্তমানে ফরোয়ার্ড ব্লকের পতাকার জমি লাল তার ওপর রয়েছে হলুদ কালো বাঘের ছবি এবং কাস্তে হাতুড়ির চিহ্ন। কিন্তু এই কাস্তে হাতুড়ির চিহ্নের কারনে অনেকেই নিজেদের সিপিআই(এম ) র সদস্য বলে মনে করছেন ! অথচ সিপিআই(এম )র নীতির সঙ্গে নেতাজির আদর্শে অনুপ্রাণিত ফরোয়ার্ড ব্লক দলের মতাদর্শে কোন মিল নেই তাই এবার ফরোয়ার্ড ব্লকের পতাকা থেকে বাদ পড়তে চলেছে কাস্তে হাতুড়ি। দলীয় পতাকা এবং সংগঠনে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা কয়েকবছর আগে হলেও, গত বছর ডিসেম্বরে জাতীয় কাউন্সিলের অধিবেশন স্থগিত হয়ে যায়। আগামী ৮ এবং ৯ই এপ্রিল ভুবনেশ্বরে ওই অধিবেশন হওয়ার কথা। তার আগে সব রাজ্যে দলের রাজ্য কাউন্সিলরদের অধিবেশন হচ্ছে যেখান থেকে দুজন প্রতিনিধি জাতীয় কাউন্সিলে প্রতিনিধিত্ব করবে, সেই উপলক্ষ্যে উত্তর-পূর্বের রাজ্যগুলির বৈঠক হল আজ গুয়াহাটিতে।

তবে দলের পতাকার নয়া রূপ কি হতে চলেছে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো সিন্ধান্ত নেওয়া হয়নি দলের তরফে। কারন পতাকা থেকে কাস্তে হাতুড়ি সরানোর সিন্ধান্ত বহাল থাকলেও পতাকার রঙ লাল থাকবে না বদল হয়ে তিরঙ্গা করা হবে তা নিয়ে মতানৈক্য এখনো মেটেনি। এ প্রসঙ্গে টিইউসিসি-র অসমের রাজ্য সম্পাদক মিহির নন্দী জানিয়েছেন, নেতাজি নাগপুরে স্বাধীন ভারতের প্রতীক হিসেবে বাঘের চিহ্ন সম্বলিত যে তেরঙা পতাকা উড়িয়েছিলেন তার সাথে মানানসই হিসেবে অসম-মণিপুরের মানুষ প্রধানত তেরঙার সপক্ষে মত প্রকাশ করছেন। কিন্তু পতাকার রঙের বিষয়ে বাংলা কোন মতপ্রকাশ না করলেও তামিলনাড়ু কেরালা পতাকা থেকে লাল রং সরাতে চাইছে না। আগামী এপ্রিলে ভুবনেশ্বরের অধিবেশনে সারা ভারতের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে দলের নতুন পতাকা চূড়ান্ত করার সাথে সাথে দল থেকে অবসরের বয়স নিয়েও সিন্ধান্ত গ্রহণ করা হবে বলে সূত্রের খবর।
Flag hoisting at Red Fort,Govt. Offices,Foreign Missions must be made mandatory on 21st October, the establishment of the Provisional Govt of Azad Hind-first free Govt of undivided India-#NetajiSubhasChandraBose as the Head of State.Jai Hind! @rashtrapatibhvn @narendramodi pic.twitter.com/ksiYDSfaOb
— Chandra Kumar Bose (@Chandrakbose) September 2, 2021
ফরোয়ার্ড ব্লকের সিন্ধান্ত গ্রহনের পাশাপাশি নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্র বসু ২১শে অক্টোবর লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের দাবি জানিয়েছেন। কারন ওই দিন নেতাজির নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজ প্রথমবার অবিভক্ত ভারতে স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে. সে দিক থেকে বিচার করে ওই দিনটি উপলক্ষ্যে লালকেল্লায় পতাকা তোলা বাধ্যতামূলক করার কথা বলে, এ বিষয়ে একটি টুইটের মাধ্যমে এদিন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ভবনকে ট্যাগও করেন তিনি।