সদ্য শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা, তবে দীর্ঘ লকডাউনের পর অফলাইনে অর্থাৎ পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছিল নানান জটিলতা। এমনকি পরীক্ষার আগে সময়মতো এডমিট পরীক্ষার ফর্ম জমা না দিতে পারায় পরীক্ষা দিতে পারেনি বহু পরীক্ষার্থী। আগামী ২রা এপ্রিল শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে আগামী ২৫ শে মার্চ রাজ্যজুড়ে সংসদের ৫৫টি কেন্দ্র থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অবদমিত কার্ড বিতরণ করা হবে। সংসদের ভারপ্রাপ্ত সচিব তাপস মুখোপাধ্যায় পরীক্ষার্থীদের এডমিট কার্ড সংগ্রহের জন্য, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিজ নিজ আঞ্চলিক কার্যালয়ের বিতরণ কেন্দ্রে উপস্থিত হয়ে অথবা মনোনীত প্রতিনিধিদের পাঠিয়ে তা সংগ্রহের অনুরোধ জানিয়েছেন।

একই সঙ্গে একাদশ শ্রেনীর রেজিস্ট্রেশন শংসাপত্র ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য জরুরি কাগজ পত্রও বিতরণ করা হবে, এবং এ বিষয়ে সংসদের ওয়েবসাইটে সমস্ত তথ্য রয়েছে বলে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।