তৃতীয় ঢেউয় সামলে উঠতে না উঠতেই ভারতবর্ষে চতুর্থ ঢেউয়ে বয়ে আনার জন্য ফের আখের গোছাতে শুরু করেছে অদৃশ্য শত্রু ? বেশ কয়েক দিনের করোনায় আক্রান্তের সংখ্যা নতুন করে এই প্রশ্ন তুলছে। চলতি মাসের প্রথমের দিকে করোনা দৈনিক সংক্রম হাজারের নিচে থাকলেও ১৭ এপ্রিল থেকে ক্রমশ বদলাতে শুরু করেছে সংক্রমণের চিত্রটা। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই হাজার টপকাল , ২ হাজার ৫২৭ জন। ধীর গতিতে হলেও গোটা দেশে আবারো করোনার গ্রাফ উর্ধমুখী। যা দেখা গিয়েছিলো করোনার প্রথম , দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের সময়। বর্তমানে দৈনিক সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে দিল্লি। বিশেষজ্ঞদের মতে আর-ভ্যালু ১ এর নীচে থাকলে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে করোনা। বর্তমানে রাজধানীর আর-ভ্যালু ২.১। ইতিমধ্যেই দিল্লিতে ফের মাস্ক পড়া বাধ্যতামূলক করল অরবিন্দ কেজরিওয়াল সরকার। বিপদ এড়াতে ফের পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হল , এর অন্যথা হলে ৫০০ টাকা জরিমানা। শিশুদের কথা মাথায় রেখে স্কুল গুলিতেও জারি করা হয়েছে নয়া নির্দেশিকাও। এদিকে উৎসবের মেজাজে পশ্চিমবঙ্গ। ২ সপ্তাহ আগে রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ২৬ থাকলেও গত ২৪ ঘন্টায় তা বেড়ে ৪০ এর কাটায় , অর্থাৎ ৫৪% বৃদ্ধি পেয়েছে আক্রান্তের সংখ্যা।