পরিচালক-প্রযোজক করণ জোহার খোদ টুইট করে জানিয়েছিলেন আর ফিরবেনা “কফি উইথ করণ” , আর সেই টুইট দেখে গসিপ প্রিয় সিনেমাপ্রেমীদের চোখের জলে অবস্থা। কিন্তু ঐযে কথার প্যাচে মাত দিয়ে দিলেন করণ , ফের টুইট করে জানিয়ে দিলেন স্বমহিমায় ফিরতে চলেছে “কফি উইথ করণ” এর সপ্তম সিজেন।
করণ টুইট করেছিলেন “নমস্কার, ছয় সিজন ধরে ‘কফি উইথ করণ’ আমার এবং আপনার জীবনের অংশ হয়ে উঠেছিল। পপ সংস্কৃতির ইতিহাসে এই অনুষ্ঠানের অবদান রয়েছে বলেই আমার বিশ্বাস। তাই দুঃখের সঙ্গে জানাচ্ছি, ‘কফি উইথ করণ’ আর ফিরবে না ….. “
একটু খেয়াল করলে দেখা যাবে বাক্যটি শেষ করেননি করণ , পরে টুইট করে জানিয়েছিলেন “কফি উইথ করণ” আর টেলিভিশনে ফিরবেনা , ফিরবে একটি ওটিটি প্লাটফর্মের হাত ধরে।
সূত্রের খবর অনুযায়ী আগামী ১০-ই মে থেকে শুরু হবে শুটিং। প্রথম এপিসোডে কারা আসবেন অতিথি হয়ে তা নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন কর্তৃপক্ষ। তবুও বিস্বস্ত সূত্রের খবর অনুযায়ী ,করণের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র নায়ক-নায়িকা রণভীর সিং এবং আলিয়া ভাট আসতে চলেছেন “কফি উইথ করণ”-এর প্রথম এপিসোডের অতিথি হয়ে।
এই মুহূর্তে সিজেন ৭ এর অপেক্ষায় দিন গুনছে অনুরাগীরা।