কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে জাহাজ ডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। এদিন সকাল ৯টা নাগাদ ৫নম্বর লটে মাল লোডিংয়ের কাজ শেষ হওয়ার পর সকাল ১১টা নাগাদ হটাৎই ডুবে যায় ওই পণ্যবাহী জাহাজটি। জানা গেছে, এমভি মেরিন ট্রাস্ট ওয়ান নামের ওই পণ্যবাহী জাহাজটিতে ৩০৮৯ মেট্রিক টন ওজনের ২০ ফিটের ১২০টি ও ৪০ ফিটের ৪৫টি কন্টেইনার। আগামিকাল ওই জাহাজটির কলকাতা বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল।

জাহাজে অতিরিক্ত মাল তোলার কারনে অর্থাৎ ওভারলোডিংয়ের কারণেই এই জাহাজ ডুবির ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তবে ঘটনায় কোন হতাহতের খবর নেই। আচমকা জাহাজডুবির ঘটনায় ১৮টি ২০ ফিটের কন্টেইনার পুরোপুরি জলে ডুবে যায়,আর ১০টি ৪০ ফিটের কন্টেইনার জলে ভাসতে থাকে যা কোনমতে দড়ি দিয়ে বেঁধে উদ্ধার করা হয়। লট মেরামতির কাজ শুরু করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ।