করোনাকালে দীর্ঘ দিন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে ভার্চুয়াল মাধ্যমে। বর্তমানে সংক্ৰমন কমায় যখন স্বাভাবিক হতে চলেছে জীবনযাপন তখন কলকাতা বঞ্চিত থাকবে না ষড়জ, নিষাদের থেকেও ।আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জিডি বিড়লা সভাগারে পালিত হতে চলেছে ‘বসন্ত-উৎসব’ সন্ধ্যা ছ’টা থেকে, অন্নপূর্ণাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠান জিডি বিড়লা সভাগারে তিনদিন ব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রথম দিনের প্রথম অনুষ্ঠান কণ্ঠসঙ্গীতে ওংকার দাদরকরের সাথে তবলায় সহযোগিতা করবেন বিভাস সাংহাই, সারেঙ্গিতে সারওয়ার হোসেন এবং হারমোনিয়ামে গৌরব চট্টোপাধ্যায়। দ্বিতীয় অনুষ্ঠান সেতারে শিল্পী কুশল দাস তাঁর সঙ্গে তবলায় থাকবেন অরূপ চট্টোপাধ্যায়।
দ্বিতীয় দিন অর্থাৎ শনি-সন্ধ্যার প্রথম অনুষ্ঠান কণ্ঠসঙ্গীতে রুচিরা পাণ্ডা সঙ্গে তবলায় সৌমেন সরকারএবং হারমোনিয়ামে অনির্বাণ চক্রবর্তী।এদিনের দ্বিতীয় অনুষ্ঠান বাঁশিবাদনে শিল্পী প্রবীণ গোড়খিন্ডি এবং ষড়জ গোড়খিন্ডি, তবলায় ওজাস অধিয়া।
শেষ দিন, অর্থাৎ রবিবারের প্রথম অনুষ্ঠানে শিল্পী ইন্দ্রায়ূধ মজুমদারের সাথে তবলায় অনুব্রত চট্টোপাধ্যায়। এবং দ্বিতীয় অনুষ্ঠান কণ্ঠসঙ্গীতে শিল্পী আরতি অনকলিকর, তবলায় সমর সাহা এবং হারমোনিয়ামে গৌরব চট্টোপাধ্যায়।