রাজ্য তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে , পড়ুয়াদের জন্য আসতে চলেছে নতুন পোশাক , কিন্তু সেই পোশাক ঠিক কবে এসে পৌঁছবে তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শহরের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের সাথে কথা বলে জানা গিয়েছে , কাজের যে অগ্রগতি তারা দেখছেন তাতে তাদের ধারণা গরমের ছুটির আগে কোনোভাবেই আসবেনা নতুন নীল-সাদা পোশাক।
এই মুহূর্তে চলছে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা , শেষ হবে ২৭- শে এপ্রিল। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলেই শুরু হবে পঞ্চম থেকে দশম শ্রেণীর সামগ্রিক মূল্যায়ন পরীক্ষা , আর সেই সময়েই সব পড়ুয়াদের জামার মাপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী পোশাক তৈরির দায়িত্ব পেয়েছেন তারা জানিয়েছেন এতো পরিমান পোশাক বানাতে ১ মাস বা তার বেশি সময় লেগে যাবে, সুতরাং যদি হিসেবে করে দেখা যায় তাহলে এপ্রিল থেকে মাস গড়িয়ে মে বা জুন মাস লেগে যাবে মাপ নেওয়ার পর পোশাক বানাতে। অন্যদিকে গরমের ছুটি শুরু হচ্ছে ২৪শে মে। এই হিসেবেই প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন পড়ুয়ারা নতুন নীল-সাদা পোশাক হাতে পাবেন গরম ছুটির পরেই।
শিক্ষা দফতর তরফে জানানো হয়েছে ,প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর ছাত্ররা একটি করে ফুল প্যান্ট, একটি করে হাফ প্যান্ট , একটি করে ফুল হাতা জামা এবং একটি করে হাফ হাতা জামা অর্থাৎ ২ সেট পোশাক পাবেন। জামার রং হবে সাদা এবং প্যান্টের রং হবে নীল।
ছাত্রীদের ক্ষেত্রে আগের মতোই সালোয়ার -কামিজ -ওড়না এবং টিউনিক-স্কার্ট থাকবে।