দেশজুড়ে করোনার গ্রাফ নিম্নমুখী হওয়ায় গত শুক্রবার তুলে নেওয়া হয়েছে কোভিড বিধি , কিন্তু মানুষকে সচেতন থাকতে বলা হলেও কে শুনছে কার কথা ! আর রবিবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস তাই এই পরিস্থিতিতে সমস্ত রকম করোনা বিধি মেনেই নামাজ পড়তে চাইছেন শহরের বিভিন্ন মসজিদের ইমামরা। ইতিমধ্যেই বেশ কিছু মসজিদে ,নামাজ পড়তে আসা প্রত্যেককে মাস্ক পরা ও স্যানিটাইজ়ার ব্যবহারের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শহরের এক মসজিদের তরফে জানানো হয়েছে, কোরোনাকে অবহেলা করা কখনোই উচিত হবেনা , আগাম সতর্কতা জরুরি। আর সেই কারণেই সকলের কাছে আবেদনকরা হয়েছে মাস্ক পরে, স্যানিটাইজার সাথে রেখে যেন সকলে মসজিদে ঢোকেন।
শুধু তাই নয় , মসজিদ নিয়মিত স্যানিটাইজ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
রেড রোডে ইদের নমাজের পরম্পরা সর্বজনবিদিত , সেই রেড রোডের এদের নামাজের ইমাম ফজলুর রহমান জানিয়েছেন , ‘‘করোনাকে তোয়াক্কা না করে বেরোনো ঠিক নয়। করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। তাই মসজিদে আসার সময়ে সবাই মাস্ক আর স্যানিটাইজ়ার সঙ্গে আনবেন।’’
করোনার গ্রাফ নিম্নমুখী থাকলেও , অসচেতন হয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেনা শহরের বিভিন্ন মসজিদের ইমামরা।